মোঃ সাব্বির (S2K Sabbir) – হার না মানা এক ধ্রুবতারা।

 

S2K Sabbir

 

একজন মানুষের প্রথম পরিচয় প্রতিষ্ঠিত হয় তার কর্মের মাধ্যমে। জন্ম সূত্রে পাওয়া পরিচয়ে কজনই বা আমাদের মনে রাখে, আর কতদিনই বা মনে রাখে। এই নশ্বর পৃথিবীতে নিজের শক্ত একটা অবস্থান তৈরী করতে হলে অবশ্যই আপনাকে এমন কিছু করতে হবে যার দ্বারা পৃথিবী আপনাকে মনে রাখবে চিরকাল।

আজকে আমরা যার কথা বলবো তিনি একজন তরুণ উদোক্তা। বরগুনা জেলার অজ পাড়া-গায়ে জন্ম নেওয়া এই তরুনের নাম মোঃ সাব্বির, যদিও তিনি S2K Sabbir নামেই অধিক পরিচিত। ২০০১ সালে জন্ম নেওয়া এই তরুণ তার সাত ভাই-বোনের মধ্যে সব কনিষ্ঠ। সময়ের অংকে তার বয়সটা হয়ত অনেক কম। কিন্তু তার কাজ তাকে সময়ের বা তথাকথিত বয়সের চেয়ে অনেকটা এগিয়ে নিয়ে গেছে।

আমাদের এই তরুন উদোক্তা ২০১৪ সালে জে এস সি এবং ২০১৮ সালে এস এস সি পাশ করেন। টেকনোলজি জগত নিয়ে অসীম আগ্রহের কারণে তিনি বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন। এবং ২০২৩ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেন।

বাকি সবার মত মোবাইলের মাধ্যমেই অনলাইন জগত সম্পকে জানতে পারেন তিনি। তবে শুধুমাত্র মোবাইল সম্পকে জেনেই সন্তষ্ট থাকেননি তিনি। তিনি সবসময় কম্পিউটার প্রোগ্রামিং সম্পকে গভীরভাবে জানতে চেয়েছেন। এই জানার আগ্রহ তাকে একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যেক্তা হতে সাহায্য করেছে। নিজের অদম্য চেষ্টার ফলে S2K Sabbir একজন প্রতিষ্ঠিত ওয়েব ডেভলপার, এসইও প্রফেশনাল, স্পিড অপটিমাইজেশান, সোশাল মার্কেটার ও সফল তরুন উদ্যক্তা হতে পেরেছেন।

ফ্রিল্যান্সিং পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। রাতের পর রাত, দিনের পর দিন তিনি পরিশ্রম করেছেন নিজের একটি শক্ত অবস্থান তৈরী করতে। ফ্রিল্যান্সিং এ সফলতা লাভের পর তিনি থেমে থাকেননি। ফ্রিল্যান্সিং পেশার সাথে সাথে তিনি ব্যাবসাতেও নিজেকে জড়িয়েছেন। ২০২০ সালে তিনি S2K IT Tech Point প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সু-পরিচিত একটি টেক এজেন্সি। তিনি তার নিরলস কাজের মাধ্যমে ইতিমধ্যই অনেকের নজর কেড়েছেন।

S2K IT Tech Point ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, গ্রফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও আইটি সম্পকিত সব ধরণের সেবা দিয়ে থাকে। S2K IT Tech Point তাদের সেবা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ রাখেননি। দেশের বাইরেও অনেক স¦নামধন্য প্রতিষ্ঠান ও আইটি এজেন্সির সাথে সমান তালে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। S2K Sabbir তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচুর বৈদেশিক মূদ্রা অজন করেন যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে।

এই প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি ২০২১ সালে S2K Shop প্রতিষ্ঠা করেন, এবং ২০২৩ সালে Projapoti Shop নামে আর একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। S2K Shop এবং Projapoti Shop এই দুটিই তার প্রতিষ্ঠা করা অনলাইন প্লাটফমে দুটি ই কমার্স প্রতিষ্ঠান। বতমানে এই প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের অন্যতম ও দ্রুত কেনাকাটা করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দেশের মানুষের হাতে যাতে কম সময়ে নিরাপদে পণ্য পৌঁছায় এটিই এই প্রতিষ্ঠান দুটোর প্রথম ও প্রধান লক্ষ্য। মোঃ সাব্বির মনে করেন তার এই প্রতিষ্ঠানগুলো বতমানে দেশের ভেতরে কাজ করলেও ভবিষ্যতে দেশের বাইরেও কাজ করবে। এবং সেই লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আসলে মানব জীবনে সময় খুব সীমিত। এই ক্ষণজন্মা পৃথিবীতে আমরা খুব অল্প সময়ের মেহমান হয়ে আসি। এই সময়টুকুতে কজনই বা পারে নিজেদের একটা জায়গা তৈরী করে নিতে। সেই হিসেবে S2K Sabbir ওরফে মোঃ সাব্বির অনেকটা এগিয়ে রয়েছে। তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি কতটা অতুলনীয়। তিনি ভবিষ্যতে তার ক্রিয়েটিভ কাজ এবং পরিশ্রমের দ্বারা দেশ এবং দেশের বাইরে নিজের নাম উজ্জ্বল করবেন।

Scroll to Top